আমাদের কথা

আমি সবার মতোই অতি সাধারণ একজন মানুষ। ব্লগিং আমার নেশা, পেশা বা শখ কোনটাই নয়। এই দেশ তথা বিশ্বের জন্য কিছু একটা করার তাগিদ থেকেই আমার এই ব্লগ। 
জলবায়ুর পরিবর্তন বর্তমান বিশ্বের প্রধান সমস্যা। জলবায়ুর দ্রুত গতির এই পরিবর্তনে বিপর্যস্ত বিশ্ব-প্রকৃতি। জীবন-মৃত্যুর মাঝখানে আমরা তৃতীয় বিশ্বের জনগণ। সারা বিশ্বে যারা বাংলাদেশকে চেনেন তারা জানেন, বাংলাদেশ মানেই ঝড়-বৃষ্টি-বন্যার দেশ। প্রতি বছর অসংখ্য প্রাণ আর সম্পদের অপূরণীয় ক্ষয়ক্ষতির মাধ্যমে আমরা এর খেসারত দেই। পরিবেশবিদরা আরও ভয়াবহ ক্ষতির আভাস দিয়েছেন, বঙ্গোপসাগরের পানির নিচে তলিয়ে যাবে বাংলাদেশের অর্ধেক বাসভূমি। উহ,কি সাংঘাতিক দু:স্বপ্ন! আমাদের সবাইকে এক্ষুনি সচেতন হতে হবে। এই ভয়াবহ ক্ষতি থেকে রক্ষার একটাই পথ, “সবুজকে রক্ষা করতে হবে, সবুজময় করে তুলতে হবে এই দেশকে”। আসুন সবুজ হই,সবুজময় করে তুলি আমাদের প্রিয় দেশকে।
এই ব্লগ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত, প্রস্তাব কিংবা পরামর্শ সব সময়ই প্রত্যাশা করি। সকল প্রয়োজনে দয়া করে যোগাযোগ করুন-
ই-মেল- mostofa.dxer@gmail.com
মোবাইল- +8801670215001, +8801724376975, +8801912528278