দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অনেক আনন্দ আর খুশির বার্তা নিয়ে আমাদের দুয়ারে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ অপার আনন্দ আর খুশির অমীয় ধারায় ভরিয়ে দিক আমাদের সকলের হৃদয়কে। অশেষ শান্তি আর সবুজময় হোক আমাদের এই বসুন্ধরা- এই শুভকামনায় সবাইকে ঈদ মোবারক।
ঈদ শেষে এবার সবার বাড়ী ছাড়ার পালা। শত ব্যস্ততার মাঝেও আমরা কি একবারও ভেবে দেখেছি, বাড়ী এসে বাসস্থান নির্মাণ ও অন্যান্য প্রয়োজনে প্রতি বছর যে বৃক্ষগুলো নিধন করছি, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে সেই পরিমান বৃক্ষের চারা রোপন করছি কি? আমরা কি পারিনা, বাড়ী ছাড়ার আগে প্রত্যেকেই অন্তত একটি করে প্রয়োজনীয় বৃক্ষের চারা রোপন করতে? একবার ভেবে দেখেছেন, প্রায় এক কোটি মানুষ কর্মস্থল ছেড়ে নিজ নিজ বাড়ী গেছেন প্রত্যেকেই যদি একটি করে বৃক্ষের চারা রোপন করেন তাহলে এই দেশ কতটা সবুজময় হয়ে উঠবে? প্লিজ, সবাই অন্তত একটি করে বৃক্ষের চারা রোপন করে তবেই বাড়ী ছাড়ুন। দেখবেন এতে যারা বাড়ীতে আছেন তারাও আপনাকে অনুস্বরন করছেন। এভাবে সকলের প্রচেষ্ঠায় আমার প্রিয় বাংলাদেশ ভরে উঠবে সবুজের সমারোহে। মনে রাখবেন বাংলাদেশ বাঁচলেই বিশ্ব বাঁচবে।