আর্ন্তজাতিক ব্লগ কনটেস্টে এই ব্লগটি ক্লাইমেট চেন্জ ক্যাটাগরিতে ইন্টারনেট ভোটিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে ???
এমন কিছু প্রাপ্তি আছে যে প্রাপ্তির কোন তুলনা হয়না। কোন কিছুর বিনিময়ে যে প্রাপ্তির কোন মূল্য শোধ করা যায়না। সেরকম একটা মহা প্রাপ্তি আমার এই ক্ষুদ্র হৃদয়কে কানায় কানায় ভরে দিয়েছে। আপনারা এই ব্লগটিকে যেভাবে ভোট করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছেন আমি আসলে ততটা আশা করিনি। একজন আনকোরা ব্লগার হিসাবে অতটা আশা করা অন্যায়। যারপরনাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নাই। আমি সত্যিই অভিভূত এবং কৃতজ্ঞ। ভবিষ্যতে এরূপ যুদ্ধে অবতীর্ণ হওয়ার যে মহামন্ত্র, যে মহাশক্তি আমি আপনাদের কাছ থেকে পেলাম এটাই আমার সব চেয়ে বড় প্রাপ্তি। যারা আমার এই ব্লগটিকে ভোট করেছেন, মূল্যবান মতামত রেখেছেন এবং আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালবাসা আর ধন্যবাদ রইল।
জনাব, মোস্তফা কামাল,
ReplyDeleteপ্রথমেই আমি ক্ষমা চাই, আপনার এখানে মন্তব্য করতে অনেকটা দেরী হয়ে গেল। কিছু অহেতুক ঝামেলায় সময় নষ্ট হচ্ছে।
আমি কায়মনে চেয়েছিলাম,আপনার ব্লগটা চলে আসুক। আমাদের দেশের নাম, বাংলা ভাষা ঘুরেফিরে আলোচিত হোক।
আপনার ব্লগটা যেভাবে অসম্ভব প্রতিকূলতারও মধ্যেও হাড্ডাহাড্ডি লড়ে গেছে, আমি অভিভূত!
স্যালুট আপনাকে, ম্যান।
-আলী মাহমেদ
http://www.ali-mahmed.com
সচরাচর আমি আমার লেখার কোন লিংক অন্য সাইটে দেই না কিন্তু এই লিংকের লেখাটা আপনি পড়লে সুখী হই।
ReplyDeletehttp://www.ali-mahmed.com/2010/04/blog-post_18.html
ভাল থাকুন, অনেক।
আলী মাহমেদ এর ওখানে না গেলে আপনার সম্পর্কে জানা হত না।যাক এখন ভোট দিতে পারব।
ReplyDelete