Wednesday, April 21, 2010

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি


ঢাকা চিড়িয়াখানার জলাভূমি প্রতিবছর শীতে পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে৷ কিন্তু এবছর মাঘের শীতেও অতিথি পাখির দেখা পাওয়া যায়নি তেমন একটা। চিড়িয়াখানার দর্শনার্থীদের তাই খাঁচার পাখি দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে৷ অতিথি পাখি না আসার কারণ হিসাবে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন।


বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রভাবে যখন শীত আসার কথা তখন শীত আসছে না, অপরদিকে যখন আবহাওয়‍া গরম হওয়ার কথা তখন গরম পড়ছে। একইভাবে বর্ষাকালে প্রর্যাপ্ত বৃষ্টির অভাব। পরিবর্তিত এই আবহাওয়া প্রাণীকূলের জন্য ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।

পাখি শুমারি অনুযায়ী  বাংলাদেশে ২০০২ সালে মোট ১৬০ প্রজাতির পাখি থাকলেও এখন তার সংখ্যা মাত্র ৬৮৷ আর এই প্রজাতিগুলোও ধীরে ধীরে ধীরে কমে আসছে৷ যেমন বললেন পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার৷
তাই পাখিদের রক্ষায় তাদের আবাসভূমি উদ্ধারে সক্রিয় হয়েছেন দেশের পাখিপ্রেমিরা৷ গড়ে উঠেছে অনেক সংগঠন৷ এরকমই একটি সংগঠন বার্ড ক্লাব৷ তার প্রধান সৈয়দ মারগুব মোর্শেদ বললেন, পাখিদের রক্ষায় তারা জন সচেতনতার কাজ করছেন৷  
পাখি বিশেষজ্ঞদের মতে, সরকারীভাবে  উদ্যোগ না নিলে আগামী দিনে পাখির প্রজাতির সংখ্যা আরো কমে আসবে যা প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে আরো বড় বিপর্যয় ডেকে আনবে৷


No comments:

Post a Comment