Tuesday, April 20, 2010

বলিভিয়ায় চলছে জলবায়ু 'গণসম্মেলন'


বলিভিয়ার কোচাবাম্বায় গতকাল থেকে জলবায়ু পরিবর্তনবিষয়ক বিকল্প সম্মেলন শুরু হয়েছে। একে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনবিষয়ক বিকল্প 'গণসম্মেলন'। গত বছর ডেনমার্কের কোপেনহেগেনে আয়োজিত জলবায়ু সম্মেলনের বিকল্প হিসেবে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের আহ্বানে তিনদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২২ এপ্রিল আন্তর্জাতিক মা ধরণী দিবস

পালন করাও সম্মেলনের লক্ষ্য।
কোপেনহেগেন সম্মেলনে যে কয়জন রাষ্ট্রপ্রধান জলবায়ু পরিবর্তনসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন মোরালেস তাঁদের অন্যতম। কোপেনহেগেন সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি_এমন দাবি করে মোরালেস এ বিকল্প সম্মেলনের আহ্বান জানান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনে করণীয় সম্পর্কে বিশ্বের ২০০ কোটি মানুষের মতামত নিতে গণভোটের প্রস্তাব রাখা হবে।
এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে সরাসরি বিস্তারিত আলোচনা না হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে তাদের দুর্দশা সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে একটা ধারণা দেওয়া হবে। দেশি-বিদেশি সুশীল সমাজের প্রতিনিধি, বিজ্ঞানী, পরিবেশ কর্মী, সরকারি প্রতিনিধিসহ সম্মেলনে কয়েক হাজার লোক অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলন সামনে রেখে প্রেসিডেন্ট মোরালেস জাতিসংঘের কাছে আন্তর্জাতিক পরিবেশ আদালত গঠনের আহ্বান জানান। জাতিসংঘে বলিভিয়ার রাষ্ট্রদূত পাবলো সোলন বলেন, 'জলবায়ু পরিবর্তনে করণীয় বিষয়ে গত দেড় বছরের দরকষাকষির সর্বশেষ অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এটা ভুল পথে অগ্রসর হয়েছে।' এবারের এ সম্মেলনের মধ্য দিয়ে সরকারের ওপর করপোরেশন এবং সুশীল সমাজের চাপের মধ্যে একটা সমতা অর্জন সম্ভব হবে।'
২২ এপ্রিলকে আন্তর্জাতিক মা ধরণী দিবস হিসেবে পালন করার বিষয়ে গত বছর মোরালেসের প্রস্তাবে জাতিসংঘ অনুমোদন দেয়।

No comments:

Post a Comment