Saturday, February 13, 2010

চিত্রে প্রকৃতির হিংস্র হানা-4

একটু বৃষ্টি বা পাহাড়ের ঢল নামলেই বাংলাদেশের অর্ধেক জন গোষ্টি এভাবেই পানির নিচে তলিয়ে যায়। সামান্য এক পশলা বৃষ্টির পর দীর্ঘদিন পর্যন্ত পানির সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় কয়েক কোটি বাংলাদেশীকে।




বন্যা - জলোচ্ছাস এযেন বাংলাদেশের জন্য অতি স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ কষ্টের শেষ কোথায়?







বেচে থাকার জন্য সামান্য খাবার চাই। কিন্তু এই সীমাহীন কষ্ট এই সভ্যতা কত দিন সইবে?

1 comment:

  1. আসলেই এটি একটি অত্যন্ত ভাল উদ্যোগ। জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিশ্ব আজ চরম হুমকির মাঝে। এ অবস্থায় জন সচেতনতা সৃস্টিতে এই ব্লগটি কাজে লাগবে বলে আমার বিশ্বাস। নতুন নতুন ছবি আর ফিচারে ব্লগটি আরও সমৃদ্ধ হোক সেটাই কামনা করি।

    ReplyDelete