
বন্যা - জলোচ্ছাস এযেন বাংলাদেশের জন্য অতি স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ কষ্টের শেষ কোথায়?
বেচে থাকার জন্য সামান্য খাবার চাই। কিন্তু এই সীমাহীন কষ্ট এই সভ্যতা কত দিন সইবে?
জলবায়ুর পরিবর্তন বর্তমান বিশ্বের প্রধান সমস্যা। জলবায়ুর দ্রুত গতির এই পরিবর্তনে বিপর্যস্ত বিশ্ব-প্রকৃতি। জীবন-মৃত্যুর মাঝখানে আমরা তৃতীয় বিশ্বের জনগণ। সহজ ভাষায় বলতে গেলে “ধনী দেশগুলোর পাপের ফল ভোগ করছি আমরা গরীব দেশগুলোর মানুষেরা”। বিপর্যস্ত প্রকৃতির হিংস্র ছোবলে বারবার পরাস্ত দক্ষিণ এশিয়ার জনপদ- কেমন আছি আমরা..? কিইবা আমাদের ভবিতব্য..?
আসলেই এটি একটি অত্যন্ত ভাল উদ্যোগ। জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিশ্ব আজ চরম হুমকির মাঝে। এ অবস্থায় জন সচেতনতা সৃস্টিতে এই ব্লগটি কাজে লাগবে বলে আমার বিশ্বাস। নতুন নতুন ছবি আর ফিচারে ব্লগটি আরও সমৃদ্ধ হোক সেটাই কামনা করি।
ReplyDelete