
এক কালে এটি প্রমত্তা নদী ছিল। বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি- পদ্মা। সেই নদী আজ ধুধু বালু চর। আবার বর্ষা কালে সামান্য বৃষ্টিতেই বান ডকবে নদীতে। গ্রামের গ্রাম প্লাবিত করে সর্বশান্ত করবে লাখ লাথ মানুষকে। এই অঞ্চলের মানুষ আসলে কার পাপের ফল ভোগ করছে এভাবে?
এই বৃদ্ধ কৃষক খরায় ফেটে যাওয়া জমিতে দাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মেঘ খুজছে। একটু বৃষ্টি যে তার খুব দরকার। বৃষ্টি না হলে, ফসল বুনতে না পারলে পরিবারের সদস্যদের নিয়ে মরা ছাড়া তার যে কোন পথ থাকবে না।
ধীরে ধীরে মরু ভূমিতে রপান্তর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল। এর জন্য দায়ী কে?
এই ব্লগের প্রতিটি চিত্রই মর্মস্পর্শী। শুধু ছবিগুলো দেখলেও বুঝা যায় আমরা কত বড় হুমকির মধ্যে আছি।
ReplyDeleteধন্যবাদ ব্লগারকে।
মোকসেদ আলী