জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকি মোকাবিলায় সরকারকে এখনই সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এ অঞ্চলের মানুষের জন্য বিকল্প জীবিকার পথ বের করতে হবে।গতকাল শনিবার বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচক ও সাধারণ অংশগ্রহণকারীরা এ কথা বলেন। বিকেল পৌনে চারটায় মংলার পশুর নদীর তীরে পশুর পর্যটন হোটেল প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তনবিষয়ক ৫০ মিনিটব্যাপী এই বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, অর্থনীতিবিদ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক ফাহমিদা খাতুন, বেসরকারি সংগঠন উবিনীগ-এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার ও এনার্জি প্যাক ইলেকট্রনিক্সের সিইও নূরুল আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই সংলাপে সাধারণ অংশগ্রহণকারীদের একজন প্রশ্ন করেন, ‘জলবায়ুর পরিবর্তনের ফলে ২০২০ সাল নাগাদ আমাদের এই দক্ষিণাঞ্চল বসবাসের উপযোগী থাকবে কি?’ জবাবে ফাহমিদা খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের মানুষ বিরাট নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জন্য এখনই বিকল্প জীবিকার কথা চিন্তা করতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই সংলাপে সাধারণ অংশগ্রহণকারীদের একজন প্রশ্ন করেন, ‘জলবায়ুর পরিবর্তনের ফলে ২০২০ সাল নাগাদ আমাদের এই দক্ষিণাঞ্চল বসবাসের উপযোগী থাকবে কি?’ জবাবে ফাহমিদা খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের মানুষ বিরাট নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জন্য এখনই বিকল্প জীবিকার কথা চিন্তা করতে হবে।
No comments:
Post a Comment