জলবায়ু পরিবর্তন শুধু মানবজাতির জন্য নয়, সমগ্র প্রাণীকুলের জন্য বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক উষ্ণতা, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির জন্য বিশ্বের শিল্পোন্নত ও ধনী দেশগুলো দায়ী। আর এর ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও গরিব দেশগুলো। গত সোমবার ‘বৈদেশিক ঋণ, জলবায়ু পরিবর্তন বাংলাদেশে দারিদ্র্য পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাফিনা লোহানীর সভাপতিত্বে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমান। বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা জান্নাত আরা তালুকদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাফিজা খানম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আকতার, জেলা জাসদের সভাপতি গাজি আব্দুল হাই তালুকদার প্রমুখ।
আসন্ন কোপেনহেগেন সম্মেলনে সুপ্রর দাবিমালার সঙ্গে জলবায়ু পরিবর্তনে সিরাজগঞ্জে ক্ষতিকর প্রভাবের সুপারিশমালা তৈরির জন্য এই সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের ৬৩ জন অংশ নেন। জলবায়ু পরিবর্তনে নদীভাঙনই সিরাজগঞ্জের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন তাঁরা।
আসন্ন কোপেনহেগেন সম্মেলনে সুপ্রর দাবিমালার সঙ্গে জলবায়ু পরিবর্তনে সিরাজগঞ্জে ক্ষতিকর প্রভাবের সুপারিশমালা তৈরির জন্য এই সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের ৬৩ জন অংশ নেন। জলবায়ু পরিবর্তনে নদীভাঙনই সিরাজগঞ্জের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন তাঁরা।
No comments:
Post a Comment