Saturday, February 13, 2010

পরিবেশ বদলের শব্দকোষ

 climate banner


এডাপটেশনের সঙ্গে মিটিগেশনের কী পার্থক্য? কার্বন ফুট প্রিন্ট বলতে কি বোঝায়? জলবায়ূ পরিবর্তনের সাথে সম্পর্কিত এধরনের কিছু ইংরেজি পারিভাষিক শব্দের সহজ মানে জেনে নিন:
এডাপটেশন: অভিযোজন; যেসব পদক্ষেপের ফলে পরিবেশ পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয়৻ যেমন, সমূদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূল বরাবর বাঁধ নির্মান৻ অথবা, বণ্যা কিংবা খরা সহ্য করতে পারে এমন ধরনের ধান চাষ করা৻
এনথ্রোপজেনিক ক্লাইমেট চেঞ্জ: মানুষের কারনে পরিবেশের পরিবর্তন৻ প্রাকৃতিক কারনে নয় মানুষের যেসব কাজের জন্য পরিবেশ বদলে যায়৻
এটমস্ফেরিক এ্যারোসল: বায়ূমন্ডলের নীচের দিকে ভাসতে থাকা অতিক্ষুদ্র কণা যার কারনে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে মহাশূণ্যে ফিরে যায়৻ এসব কণার কারনে পৃথিবীর ওপর শীতল প্রভাব পড়ে এবং বায়ূমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি টের পাওয়া যায় না৻
বালি একশন প্ল্যান: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০০৭ সালে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ূ পরিবর্তনের ওপর আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত পরিকল্পনা৻ ভবিষ্যতে গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে কি পদক্ষেপ নেয়া যায় সেই লক্ষ্যে এই বৈঠক থেকে একটি বিশেষ গ্রুপ গঠন করা হয়৻
বালি রোডম্যাপ: ২০০৭ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জাতিসংঘ জলবায়ূ পরিবর্তনের ওপর আন্তর্জাতিক সম্মেলনে তৈরী চুড়ান্ত কার্য পরিকল্পনা৻ এই পরিকল্পনায় গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে কোপেনহাগেন শীর্ষ সম্মেলনে একটি চুক্তি স্বাক্ষরের কথা বলা হয়৻
বেসলাইন ফর কাট্স: গ্রীনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনার উদ্দেশ্যে লক্ষ্যমাত্রা ঠিক করতে বিভিন্ন দেশ যেবছর থেকে হিসেব কষে৻ যেমন, কিয়োটো প্রটোকল ১৯৯০ সালের হিসেবকে বেসলাইন হিসেবে বিবেচনা করে৻ অন্যদিকে কোন কোন দেশ আরও পরে এই বেসলাইন নির্দারন করেছে৻ মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৫ সালের গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রাকে বেসলাইন বলেন মেনে নিয়েছে৻
sunbathers
জীবনযাত্রা হমকির মুখে
কালো কার্বন: জীবাশ্ম জ্বালানী, কাঠ, গোবর ইত্যাদি পরিপূর্নভাবে না পোড়ার ফলে যে কালো ঝুল বাতাসের সঙ্গে মিশে যায়৻ বায়ূমন্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেয় যেক‘টি উপাদান, এটি তার মধ্যে অন্যতম৻
ক্যাপ এন্ড ট্রেড: কোন্ দেশ কী পরিমান গ্রীনহাউস গ্যাস নির্গমন করতে পারে তার অনুমতিপত্র কেনা বেচার ব্যবস্থা৻ কোন দেশ বা ব্যবসাপ্রতিষ্ঠান চাইলে অন্য দেশের কাছ থেকে তাদের এলাওয়েন্স নগদ অর্থের বিনিময়ে কিনতে পারে৻ তবে এই এলাওয়েন্সের একটি সর্বোচ্চ মাত্রা রয়েছে যাকে ক্যাপ বলা হয়৻
কার্বন ডাই-অক্সাইড: বায়ূমন্ডলে পাওয়া যায় এমন একটি গ্যাস৻ এটি স্বাভাবিকভাবেই তৈরী হয়৻ আবার মানুষের বিভিন্ন কার্মকান্ডেও (যেমন কয়লা পোড়ানো) এই গ্যাস তৈরী হয়৻ বায়ূমন্ডলের উষ্ণতা বৃদ্ধিকারী গ্রীনহাউস গ্যাসের মধ্যে এটি অন্যতম৻
কার্বন ইনটেন্সিটি: পরিমাপের একক৻ মোট অভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী কোন্ দেশ কী পরিমান কার্বন তৈরী করে৻
কার্বন লিকেজ: এমন একটি সমস্যা যেখানে কোন শিল্পপ্রতিষ্ঠান এমন একটি দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে কার্বন গ্যাস নির্গমন সংক্রান্ত বিধিনিষেধ তেমন কঠোর নয়৻
কার্বন নিউট্রাল: এমন একটি প্রক্রিয়া যাতে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গমন হয় শুন্য শতাংশ৻ যেমন: কাঠ পোড়ালে বায়ূমন্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বাড়ে, আবার গাছপালা রোপন করলে তারা বায়ূমন্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস শুষে নেয়৻ ফলাফল হয় শুন্য৻
কার্বন অফসেটিং: বায়ূমন্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমনের মাত্রা কমানোর লক্ষ্যে পদক্ষেপ নেয়া বা কোন উদ্যোগে অর্থায়ন করা৻
কার্বন ফুটপ্রিন্ট: একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যে পরিমান কার্বন তৈরী করে৻ অথবা একটি পণ্য তৈরীর ক্ষেত্রে যে পরিমান কার্বন উৎপন্ন হয়৻
সিএফসি: ক্লোরোফ্লুরোকার্বনের সংক্ষিপ্ত নাম৻ একই পরিবারের কতগুলো গ্যাস যার কারনে বায়ূমন্ডলের ওযোন স্তর হালকা হয়৻ এরা একই সঙ্গে গ্রীনহাউস গ্যাস নামেও পরিচিত৻
ক্লিন কোল টেকনোলজী: এমন এক প্রযুক্তি যার মধ্য দিয়ে কয়লা পোড়ানো হলেও সেই কয়লা থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গত হবে না৻ এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হতে আরও এক দশক লাগতে পারে৻
protester
জলবায়ূ রক্ষার আন্দোলন
ক্লাইমেট চেঞ্জ: জলবায়ূর পরিবর্তন; বৈশ্বিক বা আঞ্চলিক জলবায়ূ পরিবর্তনের নির্দিষ্ট একটি ধাঁচ৻ গড় তাপমাত্রা এবং বৃষ্টিপাতের মাপকাঠিতে এর পরিমাপ করা হয়৻
ডিফরেস্টশান: বণ বিণাশ; বণাঞ্চলের স্থায়ী ধ্বংস, যার কারনে কার্বন ডাই-অক্সাইড নির্গমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়৻
ফসিল ফুয়েল: কয়লা, তেল বা গ্যাসের মত প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে হাইড্রোকার্বন রয়েছে৻ পৃথিবীর বুকে কয়েক লক্ষ বছর ধরে এগুলো তৈরী হয় এবং পুড়িয়ে ফেললে কার্বন ডাই-অক্সাইড তৈরী হয়৻
গ্লোবাল ওয়ার্মিং: গত কয়েক দশক ধরে ক্রমাগতভাবে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি৻ বিশেষজ্ঞরা মনে করেন মানুষের কর্মকান্ডের কারনে গ্রীন হাউস গ্যাসের নির্গমন থেকেই এর উৎপত্তি৻
আইপিসিসি: দ্যা ইন্টার-গর্ভামেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ; জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর আওতায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তৈরী একটি প্যানেল৻ জলবায়ূ পরিবর্তনের বৈজ্ঞানিক, কারিগরী এবং আর্থ-সামাজিক প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন৻
কিয়োটো প্রটোকল: জাতিসংঘের জলবায়ূ পরিবর্তনের ওপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় এক চুক্তি, যার মধ্য দিয়ে বিভিন্ন দেশের গ্রীন হাউস গ্যাস নির্গমনের মাত্রা কমানোকে বাধ্যতামূলক করা হয়৻ ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে জাতিসংঘের এক সম্মেলনে এই চুক্তি গ্রহীত হয়৻ তবে ২০০৫ সালের আগে এই চুক্তিকে বাধ্যতামূলক করা হয়নি৻
desertification
মরু হচ্ছে সবুজ
মিটিগেশন: প্রশমন; যেসব পদক্ষেপের মধ্য দিয়ে জলবায়ূ পরিবর্তনের পেছনে মানুষের তৈরী কারনগুলোকে কমিয়ে আনা যায়৻ এর মধ্যে রয়েছে গ্রীন হাউস গ্যাসের নির্গমন হ্রাস এবং বায়ূ মন্ডল থেকে এসব গ্যাসের পরিমান কমিয়ে আনা৻
নন-এনক্সে ওয়ান কান্ট্রি: যেসব উন্নয়নশীল দেশ কিয়োটো প্রটোকল সই এবং অনুমোদন করেছে৻ তবে গ্রীন হাউস গ্যাসের নির্গমন হ্রাস করার ব্যাপারে এদের ওপর কোন বিধিনিষেধ নেই৻
পার ক্যাপিটা এমিশন: জনসংখ্যার আনুপাতিক বিচারে একটি দেশ সর্বমোট যে পরিমান গ্রীন হাউস গ্যাস তৈরী এবং নির্গমন করে৻
ওয়েদার: আবহাওয়া; তাপমাত্রা, মেঘের বিস্তার, বৃষ্টিপাত, বাতাসের গতি ইত্যাদির বিচারে বায়ূমন্ডলের অবস্থা৻ জলবায়ূ থেকে এটি ভিন্ন, কারন দীর্ঘ সময়সীমার মধ্যে গড় আবহাওয়াকে জলবায়ূ বলা যায়৻
তথ্যসূত্রঃ বিবিসি বাংলা

1 comment: