এডাপটেশনের সঙ্গে মিটিগেশনের কী পার্থক্য? কার্বন ফুট প্রিন্ট বলতে কি বোঝায়? জলবায়ূ পরিবর্তনের সাথে সম্পর্কিত এধরনের কিছু ইংরেজি পারিভাষিক শব্দের সহজ মানে জেনে নিন: এডাপটেশন: অভিযোজন; যেসব পদক্ষেপের ফলে পরিবেশ পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয়৻ যেমন, সমূদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূল বরাবর বাঁধ নির্মান৻ অথবা, বণ্যা কিংবা খরা সহ্য করতে পারে এমন ধরনের ধান চাষ করা৻
এনথ্রোপজেনিক ক্লাইমেট চেঞ্জ: মানুষের কারনে পরিবেশের পরিবর্তন৻ প্রাকৃতিক কারনে নয় মানুষের যেসব কাজের জন্য পরিবেশ বদলে যায়৻ এটমস্ফেরিক এ্যারোসল: বায়ূমন্ডলের নীচের দিকে ভাসতে থাকা অতিক্ষুদ্র কণা যার কারনে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে মহাশূণ্যে ফিরে যায়৻ এসব কণার কারনে পৃথিবীর ওপর শীতল প্রভাব পড়ে এবং বায়ূমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি টের পাওয়া যায় না৻ বালি একশন প্ল্যান: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০০৭ সালে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ূ পরিবর্তনের ওপর আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত পরিকল্পনা৻ ভবিষ্যতে গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে কি পদক্ষেপ নেয়া যায় সেই লক্ষ্যে এই বৈঠক থেকে একটি বিশেষ গ্রুপ গঠন করা হয়৻ বালি রোডম্যাপ: ২০০৭ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জাতিসংঘ জলবায়ূ পরিবর্তনের ওপর আন্তর্জাতিক সম্মেলনে তৈরী চুড়ান্ত কার্য পরিকল্পনা৻ এই পরিকল্পনায় গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে কোপেনহাগেন শীর্ষ সম্মেলনে একটি চুক্তি স্বাক্ষরের কথা বলা হয়৻ বেসলাইন ফর কাট্স: গ্রীনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনার উদ্দেশ্যে লক্ষ্যমাত্রা ঠিক করতে বিভিন্ন দেশ যেবছর থেকে হিসেব কষে৻ যেমন, কিয়োটো প্রটোকল ১৯৯০ সালের হিসেবকে বেসলাইন হিসেবে বিবেচনা করে৻ অন্যদিকে কোন কোন দেশ আরও পরে এই বেসলাইন নির্দারন করেছে৻ মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৫ সালের গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রাকে বেসলাইন বলেন মেনে নিয়েছে৻
| |
জীবনযাত্রা হমকির মুখে |
কালো কার্বন: জীবাশ্ম জ্বালানী, কাঠ, গোবর ইত্যাদি পরিপূর্নভাবে না পোড়ার ফলে যে কালো ঝুল বাতাসের সঙ্গে মিশে যায়৻ বায়ূমন্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেয় যেক‘টি উপাদান, এটি তার মধ্যে অন্যতম৻ ক্যাপ এন্ড ট্রেড: কোন্ দেশ কী পরিমান গ্রীনহাউস গ্যাস নির্গমন করতে পারে তার অনুমতিপত্র কেনা বেচার ব্যবস্থা৻ কোন দেশ বা ব্যবসাপ্রতিষ্ঠান চাইলে অন্য দেশের কাছ থেকে তাদের এলাওয়েন্স নগদ অর্থের বিনিময়ে কিনতে পারে৻ তবে এই এলাওয়েন্সের একটি সর্বোচ্চ মাত্রা রয়েছে যাকে ক্যাপ বলা হয়৻ কার্বন ডাই-অক্সাইড: বায়ূমন্ডলে পাওয়া যায় এমন একটি গ্যাস৻ এটি স্বাভাবিকভাবেই তৈরী হয়৻ আবার মানুষের বিভিন্ন কার্মকান্ডেও (যেমন কয়লা পোড়ানো) এই গ্যাস তৈরী হয়৻ বায়ূমন্ডলের উষ্ণতা বৃদ্ধিকারী গ্রীনহাউস গ্যাসের মধ্যে এটি অন্যতম৻ কার্বন ইনটেন্সিটি: পরিমাপের একক৻ মোট অভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী কোন্ দেশ কী পরিমান কার্বন তৈরী করে৻ কার্বন লিকেজ: এমন একটি সমস্যা যেখানে কোন শিল্পপ্রতিষ্ঠান এমন একটি দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে কার্বন গ্যাস নির্গমন সংক্রান্ত বিধিনিষেধ তেমন কঠোর নয়৻ কার্বন নিউট্রাল: এমন একটি প্রক্রিয়া যাতে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গমন হয় শুন্য শতাংশ৻ যেমন: কাঠ পোড়ালে বায়ূমন্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বাড়ে, আবার গাছপালা রোপন করলে তারা বায়ূমন্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস শুষে নেয়৻ ফলাফল হয় শুন্য৻ কার্বন অফসেটিং: বায়ূমন্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমনের মাত্রা কমানোর লক্ষ্যে পদক্ষেপ নেয়া বা কোন উদ্যোগে অর্থায়ন করা৻ কার্বন ফুটপ্রিন্ট: একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যে পরিমান কার্বন তৈরী করে৻ অথবা একটি পণ্য তৈরীর ক্ষেত্রে যে পরিমান কার্বন উৎপন্ন হয়৻ সিএফসি: ক্লোরোফ্লুরোকার্বনের সংক্ষিপ্ত নাম৻ একই পরিবারের কতগুলো গ্যাস যার কারনে বায়ূমন্ডলের ওযোন স্তর হালকা হয়৻ এরা একই সঙ্গে গ্রীনহাউস গ্যাস নামেও পরিচিত৻ ক্লিন কোল টেকনোলজী: এমন এক প্রযুক্তি যার মধ্য দিয়ে কয়লা পোড়ানো হলেও সেই কয়লা থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গত হবে না৻ এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হতে আরও এক দশক লাগতে পারে৻
| |
জলবায়ূ রক্ষার আন্দোলন |
ক্লাইমেট চেঞ্জ: জলবায়ূর পরিবর্তন; বৈশ্বিক বা আঞ্চলিক জলবায়ূ পরিবর্তনের নির্দিষ্ট একটি ধাঁচ৻ গড় তাপমাত্রা এবং বৃষ্টিপাতের মাপকাঠিতে এর পরিমাপ করা হয়৻ ডিফরেস্টশান: বণ বিণাশ; বণাঞ্চলের স্থায়ী ধ্বংস, যার কারনে কার্বন ডাই-অক্সাইড নির্গমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়৻ ফসিল ফুয়েল: কয়লা, তেল বা গ্যাসের মত প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে হাইড্রোকার্বন রয়েছে৻ পৃথিবীর বুকে কয়েক লক্ষ বছর ধরে এগুলো তৈরী হয় এবং পুড়িয়ে ফেললে কার্বন ডাই-অক্সাইড তৈরী হয়৻ গ্লোবাল ওয়ার্মিং: গত কয়েক দশক ধরে ক্রমাগতভাবে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি৻ বিশেষজ্ঞরা মনে করেন মানুষের কর্মকান্ডের কারনে গ্রীন হাউস গ্যাসের নির্গমন থেকেই এর উৎপত্তি৻ আইপিসিসি: দ্যা ইন্টার-গর্ভামেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ; জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর আওতায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তৈরী একটি প্যানেল৻ জলবায়ূ পরিবর্তনের বৈজ্ঞানিক, কারিগরী এবং আর্থ-সামাজিক প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন৻ কিয়োটো প্রটোকল: জাতিসংঘের জলবায়ূ পরিবর্তনের ওপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় এক চুক্তি, যার মধ্য দিয়ে বিভিন্ন দেশের গ্রীন হাউস গ্যাস নির্গমনের মাত্রা কমানোকে বাধ্যতামূলক করা হয়৻ ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে জাতিসংঘের এক সম্মেলনে এই চুক্তি গ্রহীত হয়৻ তবে ২০০৫ সালের আগে এই চুক্তিকে বাধ্যতামূলক করা হয়নি৻
| |
মরু হচ্ছে সবুজ |
মিটিগেশন: প্রশমন; যেসব পদক্ষেপের মধ্য দিয়ে জলবায়ূ পরিবর্তনের পেছনে মানুষের তৈরী কারনগুলোকে কমিয়ে আনা যায়৻ এর মধ্যে রয়েছে গ্রীন হাউস গ্যাসের নির্গমন হ্রাস এবং বায়ূ মন্ডল থেকে এসব গ্যাসের পরিমান কমিয়ে আনা৻ নন-এনক্সে ওয়ান কান্ট্রি: যেসব উন্নয়নশীল দেশ কিয়োটো প্রটোকল সই এবং অনুমোদন করেছে৻ তবে গ্রীন হাউস গ্যাসের নির্গমন হ্রাস করার ব্যাপারে এদের ওপর কোন বিধিনিষেধ নেই৻ পার ক্যাপিটা এমিশন: জনসংখ্যার আনুপাতিক বিচারে একটি দেশ সর্বমোট যে পরিমান গ্রীন হাউস গ্যাস তৈরী এবং নির্গমন করে৻ ওয়েদার: আবহাওয়া; তাপমাত্রা, মেঘের বিস্তার, বৃষ্টিপাত, বাতাসের গতি ইত্যাদির বিচারে বায়ূমন্ডলের অবস্থা৻ জলবায়ূ থেকে এটি ভিন্ন, কারন দীর্ঘ সময়সীমার মধ্যে গড় আবহাওয়াকে জলবায়ূ বলা যায়৻ তথ্যসূত্রঃ বিবিসি বাংলা |
Thanks for a goooooood Blog.
ReplyDelete