৫ ফেব্রুয়ারি: জাতিসংঘের মহাসচিব বান কি মুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা না গেলে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। তিনি একই সাথে বিশ্বের সকল দেশকে কার্বন নিগর্মন বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্যও আহবান জানিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লীতে টেকসই উন্নয়নের উপর তিন দিনব্যাপী এক সেমিনারে ভাষণ দেয়ার সময় তিনি এ আহবান জানান। তিনি বলেন, মরুভূমির বিস্তার ঘটছে, পানির ঘাটতি বৃদ্ধি পাচ্ছে, নাতিশীতোষ্ণ অঞ্চলের বনভূমি হ্রাস পাচ্ছে, মৎস্য সম্পদ প্রায় উজাড় হওয়ার মুখে পড়েছে। এ অবস্থায় বিশ্বের জলবায়ু পরিবর্তন রোধ করতে ব্যর্থ হলে দারিদ্র এবং দুর্ভোগ বৃদ্ধি পাবে বলে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment